ক্রমিক নং | সেবার নাম | সেবার ধরণ | সেবা প্রদানকারী | মন্তব্য | |||
০১ | উপবৃত্তি টিউশন ফি প্রদান | পিএমপি ভিত্তিক উপবৃত্তি ও টিউশন ফি প্রদান। ৫ম শ্রেণীর শিক্ষার্থীরা যারা সমাপনী পরীক্ষায় পাশ করে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হয় তারাই কেবল উপবৃত্তি পাওয়ার যোগ্য বিবেচিত হয়। অভিভাবকসহ পিএমটি বুথে উপস্থিত হয়ে ফরম পুরন করতে হয়। | উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও সংশ্লিষ্ট বুথ সদস্য। | প্রকল্পভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান | |||
০২ | বিনামুলে বই বিতরণ | উপজেলাধীন মাধ্যমিক পর্যায়ের সকল প্রতিষ্ঠানের চাহিদা নিরুপন পূর্বক এনসিটিবিতে প্রেরণ এবং সেই মোতাবেক প্রাপ্ত বই প্রতিষ্ঠান প্রধানগণের নিকট বিতরণ (যথাযথ রেজিষ্টার সঙরক্ষণ পূর্বক) | ঐ | ঐ | |||
০৩ | শিক্ষক প্রশিক্ষণ | যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক চাহিদার প্রেক্ষিতে কর্মরত শিক্ষকগনকে প্রশিক্ষণে প্রেরণ | টিটিসি, এইচএসটিটিআই, ইউএসইও। | ঐ | |||
০৪ | উদ্দীপনা পুরস্কার প্রদান | সেকায়েপভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের ইংরেজী ও গণিত শিক্ষক, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, এসএসসি/দাখিল পাশ শিক্ষার্থীগনকে উদ্দীপনা পুরস্কার প্রদান করা হয়ে থাকে। | সেকায়েপ কর্তৃপক্ষ, ইউএসইও, সহকারী ইউএসইও। | ঐ | |||
০৫ | শিক্ষার মানোন্নয়ন | মাধ্যমিক স্তুরের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান গণের সমন্বয়ে প্রতি ২ মাসে একবার সমন্বয় সভা করে শিক্ষার মানোন্নয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা পর্যালোচনা করা হয়। | ঐ |
| |||
০৬ | এসবিএ, পিবিএম এবং সিকিউ কার্যক্রম | এসইএসডিপি প্রকল্পের ডিজাইন মোতাবেক সকল শিক্ষা প্রতিষ্ঠান সমূহে শিক্ষার মানোন্নয়ে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণী পর্যন্ত এসবিএ কার্যক্রম পরিচালনা এবং সৃজনশীল প্রশ্নপত্র প্রনয়ন পূর্বক বিভিন্ন পরীক্ষা গ্রহন। | উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও সকল প্রতিষ্ঠান প্রদান | ঐ | |||
০৭ | এমপিওভুক্ত শিক্ষকদের মাসিক হাজিরা সীটে স্বাক্ষর | বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা সমূহে এমপিওভুক্ত শিক্ষকগনের বেতন উত্তোলনের পূর্বে সংশ্লিষ্ট শিক্ষকদের হাজিরা সীটে স্বাক্ষর। | সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান ও ইউএসইও। | ঐ | |||